মোবাইলে (s60) সিরিজে বাংলা website পড়ার উপায়

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 4:37 PM


বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা কম বেশি সবাই কম্পিউটারের সাথে পরিচিত। সেই সাথে পরিচিত ইন্টারনেটের সাথে। কম্পিউটারের পাশা পাশি আমরা মোবাইল ব্যবহারেও অভ্যস্থ। কম্পিউটার আমরা বিভিন্ন তথ্য আদান-প্রদান করি। আর তাই যারা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে জড়িত,এক মিনিটের জন্য ও তাদের জন্য ইন্টারনেট ছাড়া চলা জন্য দুষ্কর। আমাদের মাতৃভাষা বাংলা। আর এ ভাষার চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে হাজার হাজার বাঙ্গালী তরুন। তারই ধারাবাহিকতায় মোবাইলে বাংলা লেখা ও পড়া। আমি জিমেইল বাংলায় ব্যবহার করি (সেটিং বাংলায়) । আর তাই যখন কম্পিউটারের কাছে থাকিনা, তখন মেইল পড়তে পারিনা। মোবাইলে বাংলা পড়ার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। হঠাৎ মোবাইল সফটওয়ার ওপেরা মিনির উপর একটি আর্টিকেল পড়লাম আমাদের প্রযুক্তি ফোরামে। তারপর থেকেই আমি পারছি বাংলা পড়তে পারছি। প্রথমত ওপেরা মিনি ইনষ্টল করে নিতে হবে। সবচেয়ে ভাল হয় সরাসরি মোবাইল দিয়ে ডাউনলোড করে নিলে। www.getjar.com থেকে সহজে আপনি ওপেরা ডাউনলোড করতে পারবেন। অতঃপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হল, opera চালু করার পর address bar লিখতে হবে opera:config অর্থাত www এর পরিবর্তে লিখতে হবে অতঃপর কানেকশন দিলে এমন একটা পেজ আসবে আপনাকে যেটা করতে হবে use bitmap font এর no পরিবর্তে অতঃপর save দিয়ে বের হয়ে আসুন। এখন আপনি যেকোন বাংলা ওয়েব সাইট বাংলায় দেখতে পারবেন।
আমার এই পোষ্ট তাদেরই কাজে লাগবে যারা s60 সিরিজের হ্যান্ডসেট ব্যবহার করেন। s40 সিরিজে এমনিতে বাংলা ব্যবহার করা যায়। আপনি ইচ্ছা করলে ওপেরা মোবাইল হিসাবে ব্যবহার করতে পারবেন। এর জন্য setting এ যেয়ে মোবাইল ভিউতে ক্লিক করলেই হবে।



This text
এই খানে গেলে mobile লেখা আমার পোষ্ট ও মন্তব্য দেখতে পারবেন। অবশ্য ইংরেজিতে, কেননা বাংলা লেখার কোন কায়দা আমি এখনও পাইনি।

দিনলিপি

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 6:13 PM

আমার মন টা ভাল নাই।বিভিন্ন ঝামেলার সুরাহা হচ্ছে না।মন ডা তাই সব সময় বিশিয়ে আছে।আজ আমার ব্লগের সাঈদ ভাইয়ের পোষ্ট পড়ে মনটা আরো খারাপ হয়ে গেল।তিনি মারাত্নক অসুস্থ।আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করি।জানিনা আমার মত পাপির দোয়া কবুল হবে কিনা।তারপরও কামনা করি তার সুস্থতা।আজ সারাদির বেচা-কেনা নাই।সারাদিন ৬০ টাকা।যদিও এখনও সময় আছে।এখন ৬.৩০ বাজে।

দিনলিপি

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 10:31 PM

আজ শুক্রবার।ঈদের আমেজ এখনে শেষ হয়নি।রাস্তা ঘাটে এখনও প্রচুর ভীড়।সরকারি অফিস খুললেও উপস্থিতির সংখ্যা কম।সারাদিন মনটা ভাল নেই,শরীরটাও ভাল না।গতকাল চাকুরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম,আগামী মাসে জয়েন্ট করতে হবে। জানিনা কোথায় পোষ্টিং হবে।

আজ ঈদের পরের দিন

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 1:17 PM

গতকাল ঈদ গেল।জানিনা আমার ঈদ কেমন কাটল।হয়ত আমার অনুভুতি গুলো ভোতা হয়ে গেছে তাই এমনটা হয়।

আজ ঈদ

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 1:06 PM

আজ ঈদ।কিন্তু আমার মনে আনন্দ নাই।কেননা আমার জীবনটা এখন আর আগের মত নাই।আমি এখন একজন নিঃস্ব-রিক্ত মানুষ।আমার যখন ঘুম ভেঙ্গেছে তখন ঈদের জামাত শেষ হয়ে গেছে।একটার দিকে গোসল করে,চাবি নিয়ে এসে দোকান খুলে বসে আছি।

এর দ্বারা পোস্ট করা tuhin70 | 9:07 PM

আজ রবিবার।০৭/১২/২০০৮ ইং তারিখ।রবিবার।আমার জীবনের মোড় কিছুটা ঘুরেছে মনে হয়।বেকারত্বের অভিশাপ থেকে কিছুটা মুক্তি পেয়েছি।গত তিন তারিখে আমাদের সাতক্ষীরা মোড়,নাভারনে একটা ঘর পেয়েছি।কম্পিউটার নিয়ে বসেছি।সারাদিন একশ/দেড়শ টাকা ইনকাম হচ্ছে।প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও জীবনের হতাসাটা কিছু কিছু কাটছে।জীবনে যখন সব আশা হারিয়ে,নিজেকে হারিয়ে ফেলেছিলাম নিজের ব্যক্তিত্বকে,তখন এই সামান্য আয়ও আমার জন্য অনেক।